উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বার বার বন্ধ হয়ে যাচ্ছে

 উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে  কিছু কারন হতে পারে বন্ধ হয়ে যাবার। সাধানরত পাওয়ার সেভিং অপশন অথবা ড্রাইভার এ সমস্যা থাকলে এটা হতে পারে। 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে  এজন্য আপনাকে পাওয়ার সেভিং চেক করতে হবে,অথবা ড্রাইভার আপডেট করতে হবে অথবা প্রয়োজনে আপনি নেটওয়ার্ক সেটিংস রিস্টার্ট করে নিতে পারেন। তাহলে আশা করা যায় সমস্যার সমাধান হবে।

পেজ সূচিপত্রঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে এর কারন কয়েক রকম হতে পারে। তার মাঝে কিছু বিষয় হলো আপনার কম্পিউটার এর নেটওয়ার্ক এ প্রবলেম হতে পারে,অথবা রাওটার এ সমস্যা থাকতে পারে,অথবা ড্রাইভার এর আপডেট না থাকার কারনেও মাঝে মাঝে এরকম সমস্যা হতে পারে। 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে এটা ঠিক করার জন্য প্রথমে আপনি পাওয়ার সেভিং অপশন অন থাকলে সেটা অফ করে নিবেন। এরপর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অপশনে গিয়ে চেক করতে হবে। তাছাড়াও আপনার নেটওয়ার্ক সেটিংস দরকার পরলে রিসেট দিয়ে দেখবেন,তারপর ড্রাইভার অপশন আপডেট করতে হলে সেটা আপডেট করবেন এবং পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন আশা করি সল্ভ হয়ে যাবে সমস্যা। 

 উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ করুন

উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট অন থাকলে সেটা প্রথমে বন্ধ করা প্রয়োজন।  সমস্যা কোথাই হয়েছে সেটা জানার জন্য প্রথমে হটস্পট বন্ধ করতে হবে তারপর পরবর্তী স্টেপ অবলম্বন করতে হবে

পাওয়ার সেভিং ডিসএবেল করুন

এরপর আপনি দেখবেন আপনার কম্পিউটার এ পাওয়ার সেভিং নামে একটি অপশন রয়েছে সেটিংস অপশনে। সেখানে গিয়ে পাওয়ার সেভিং অন থাকলে সেটা অফ বা ডিসএবেল করে দিতে হবে। তা না হলে মাঝে মাঝে এই অপশনের কারনে হটস্পট বন্ধ হয়ে যায়

পাওয়ার মেনেজমেন্ট সেটিংস পরিবর্তন করুন

এরপর আসবেন পাওয়ার মেনেজমেন্ট অপশনে। সেখানে দেখবেন সেখানে স্টার্ট বাটনে রাইট ক্লিক করে ডিভাইজ ম্যানেজার অপেন করুন এরপর নেটওয়ার্ক আ্যডাপ্টার এক্সপ্যান্ড করুন। এরপর ওয়াইফাই এ্যাডাপ্টার এ রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান সেখানে পাওয়ার ম্যানেজমেন্ট এ গিয়ে টার্ন অফ দিস ডিভাইস এরকম কিছু লিখা থাকবে সেটা ক্লিক করে ওকে করে দিন।

রেজিসট্রি মডিফাই করুন

প্রথমে regedit লিখে সার্চ দিয়ে এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলন। HKEY_LOCAL_MACHINE_\SYSTEM\Currentcontrolset\Services\ICSSVC\Settings  এ যান। সেখানে peerleas Timeout নামে একটি DWord(32-bit) ভ্যালু তৈরি করুন।এবং ভ্যালু ডেটা ১২০ সেকেন্ড সেট করুন।

নেটওয়ার্ক রিস্টার্ট করুন

নেটওয়ার্ক রিস্টার্ট করুন প্রয়োজন হলে। সেটিংস এ যান নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশনে যান এবং স্টাটাস এ যান। এখানে নিচে স্ক্রল করলে আপনার হিস্ট্রি দেখাবে সেখানে নেটওয়ার্ক রিসেট বলে একটা অপশন থাকবে সেটা ক্লিক করলেই নেটওয়ার্ক রিস্টার্ট হয়ে যাবে।

এডেপটার বা রাওটার রিস্টার্ট  করুন

যে রাওটার দিয়ে ইন্টারনেট চলছিলো সেটা রিস্টার্ট করুন। প্রতিটা রাওটারেই পিছে একটা রিস্টার্ট বাটন রয়েছে সেখানে চাপ  দিলেই কিছুক্ষণ এর মধ্যে সেটা রিস্টার্ট হয়ে যাবে।

সব শেষ ফোন ও কম্পিউটার রিস্টার্ট করুন

এর পর আপনি আপনার পিসি/কম্পিউটার /ল্যাপটপ যেটাতেই সমস্যা দেখা  দিছিলো সেগুলো রিস্টার্ট করুন। পাওয়ার বাটন অফ করে অন করলেই সেটা হয়ে যাবে কম্পিউটার এর ক্ষেত্রে। আর ল্যাপটপের ক্ষেত্রে অপশন থাকবে সেটাই ক্লিক করে রিস্টার্ট করে নিতে হবে। আশা করি সমস্যার সমাধান হবে। 

শেষ কথাঃউইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে 

শেষ কথা বলতে গেলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা কম্পিউটার এর সাধারণ সমস্যা।  এগুলো চাইলেই আপনি নিজে ঠিক করে নিতে পারবেন আজকের দেখানো নিয়ম গুলো ফলো করেই। আপনি অতি সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন কারও হেল্প ছাড়াই।

আপনি যদি উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট  বার বার বন্ধ হয়ে যাচ্ছে এ পোস্ট পরে উপকৃত হয়ে থাকেন তাহলেই আমাদের এই পোস্ট লিখার সার্থকতা। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট এ জানাবেন। পোস্ট টি সম্পুর্ণ পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা হকস ওয়াল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url