গুগল আমার বিয়ে কার সাথে হবে

গুগল আমার বিয়ে কার সাথে হবে কবে হবে কিভাবে হবে এগুলো আদ্ধতিক বেপার। এগুলো জানার জন্য কোন উপাই নাই। তবে কিছু আমল রয়েছে যা করলে আপনি ভাল জীবন সঙ্গী পেতে পারেন। আর কিছু দিকনির্দেশনা আছে  যা মানলে আপনি ভাল কাওকে বিয়ে করতে পারবেন।
গুগল আমার বিয়ে কার সাথে হবে  এটা লিখে অনেকেই গুগল কে প্রশ্ন করে,কিন্তু গুগল এ বিষয় এ তেমন কিছু জানাতে পারে না। কারণ এটা একটা আদ্ধতিক  বিষয়। এটা জানা কোন মানুষ এর পক্ষে সম্ভব না। তবে কিছু নিয়ম মেনে চললে ভাল জীবন সঙ্গী বেছে নিতে পারেন আপনি। আজ আমরা এ বিষয় এ বেপারে বিস্তারিত জানার চেষ্টা করবো। 

পেজ সূচিপত্র ঃ গুগল আমার বিয়ে কার সাথে হবে

গুগল আমার বিয়ে কার সাথে হবে

গুগল আমার বিয়ে কার সাথে হবে এটা লিখে অনেকেই গুগল কে প্রশ্ন করে কিউরিসিটি বসত। কিন্তু গুগল কি এর জবাবে সত্যিই কার সাথে বিয়ে হবে বলে দিতে পারে। উত্তর না। গুগল কে প্রশ্ন করলে গুগল বলে থাকে এরকম যে আপনি এই বিয়ের বিষয়টি একেবারে আল্লাহ প্রদত্ত।  এজন্য এটা জানার কোনো উপাই এখানে নেই। তবে আপনি চাইলে কেমন জীবনসঙ্গী আপনি আপনার জন্য বাছাই করতে চান সে বেপারে গুগল আপনাকে সাহায্য করতে পারবে। 

আসলে বিয়ে বিষয়টি অত্যন্ত সেনসিটিভ বিষয়। এটা  মানুষের জীবনের সাথে জরিত একটি বিষয়। এটা নিয়ে অনেকেরি মনে নানা রকম প্রশ্ন থাকে। এর ফলে অনপকে গুগল কে প্রশ্ন করে বসে কার সাথে তার বিয়ে হবে জানার জন্য।  বাস্তবে এটা জানার কোনো উপাই নেই। আল্লাহ যার সাথে জোড়া মিলিয়ে রেখেছেন তার সাথেই হবে। আর যার ভাগ্য লেখা নাই বিয়ে সে বিয়ে ছাড়াই থাকবে। এটাই নিয়ম।

গুগল আমার বিয়ে কবে হবে

গুগলে অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকেন। বিয়ে নিয়ে সবারি একটা মনের ভেতরে কিইরিসিটি কাজ করে। সে থেকেই সবাই মূলত এটা করে থাকে। গুগল একটা সার্চ ইন্জিন। এটার মধ্যে যে সকল তথ্য দেয়া থাকে গুগল আপনাকে তাই দেখাতে বা শোনাতে পারে। কিন্তু বিয়ে কবে হবে এটার তারিখ তো ভাগ্যর উপর ডিপেন্ড করে। এজন্য এটার কোনো তথ্য গুগল এ আপডেট নেই। তাই গুগলেরও কোনো ক্ষমতা নেই আপনাকে এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করার।

গুগোল আমার বিয়ে কোন সালে হবে

গুগল একটি সার্চ ইন্জিন। এর কাজ আপনাকে তথ্য দিয়ে সাহায্য করা। কিন্তু গুগল কে যদি আপনি এরকম প্রশ্ন করেন যার তথ্য গুগলে নেই তাহলে আপনি গুগলের কাছ থেকে কোনো ইনফরমেশন পাবেন না। গুগল আপনাকে কখনই বলে দিতে পারবে না যে আপনার বিয়ে কোন সালে হবে বা হতে পারে। এমনকি তার ধারনাও দিতে পারবে না। কারন এটা ভাগ্যের বিষয়। এটা যখন লেখা আছে তখনি সংগঠিত হবে। 

হ্যালো গুগোল আমার বিয়ে কার সাথে হবে

আমরা গুগল এর কাছ থেকে ইনফরমেশন নিতে নিতে এমন হয়ে গেছি যে তাকে আমরা নানা রকম ব্যাক্তিগত প্রশ্নও করে বসি। গুগল কে মাঝে মাঝে আমরা প্রশ্ন করি আমাদের বিয়ে কার সাথে হবে কবে হবে এরকম নানা প্রশ্ন। অথচ গুগল এসব প্রশ্নের উত্তর তো দিবেই না উল্টা আপনি সার্চ ইন্জিন এর কিছু নিউজ পরে বিভ্রান্তিতে পরে যেতে পারেন। তাই সঠিক ইনফরমেশন এর জন্য গুগল এর কাছে প্রশ্ন করুন। বিয়ে সাদি এগুলো ভাগ্যর বিষয়। এগুলো সময় হলে হয়ে যাবে যার সাথে লিখা আছে। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। 

বিয়ে কবে হবে জানার উপাই

বিয়ে কবে হবে জানার জন্য অনেকেই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের কুন্ডুলি দেখে একটা ধারনা করে একটা দিন তৈরি করে দেন। কিন্তু মুসলিম ধর্মে বা অন্য কোনো ধর্মে বিয়ে কবে হবে জানার কোনো উপাই নাই। যখন বিয়ের কথাবার্তা হয় তখন সবার সিদ্ধান্তে একটা ডেট ফিক্সড করা হয়। এবং সে ডেটে বিয়ে সম্পাদন করা হয়। এক্ষেত্রে বলা যেতে পারে বিয়ে কবে হবে এটা আগে থেকে জানার বা বোঝার কোনো উপাই নেই। যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে আপনি আপনার পন্ডিত দের দেখিয়ে সেটা আগাম একটা আইডিয়া নিতে পারেন। 

জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে

হিন্দু রীতি তে কিছু নিয়ম রয়েছে আপনার জন্য তারিখ আপনার রাশি ফল এগুলো দেখে একটা বিয়ের তারিখ ঠিক করা যায় যে দিনে বিয়ে করলে আপনার জন্য ভালো বলে তারা মনে করেন। এজন্য জন্মতারিখ দেখে বিয়ের ডেট ফিক্সড করা ঠিক তখনই উচিত হবে যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী হোন তাহলে। আর অন্য ধর্ম যেমন ইসলাম খৃষ্টান বৌদ্ধ ইত্যাদি ধর্মালম্বীদের উচিৎ তাদের ধর্মে যেভাবে বলা হয়েছে সেভাবে বিবাহের কাজ ডেট পাত্র পাত্রী এগুলো সংরক্ষণ করে বিবাহ সমপ্ন করা।

বিয়ে হবার জন্য আমল সমূহ 

দ্রুত বিয়ে হবার জন্য ইসলাম ধর্মে কিছু আমল রয়েছে যেগুলা করলে আশা করা যায় তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। যেমন আপনি কুরআন শরীফ এর সূরা দুহা ও সূরা কাসাস তেলাওয়াত করতে পারেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন। সূরা ফুরকান এর কিছু আয়াত আছে সেগুলো আমল করতে পারেন। এবং বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করতে পারেন। তাহলে আশা করা যায় আপনার বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে আল্লাহ চাইলে।

বিয়ে হবার জন্য উপযুক্ত সময়

বিয়ে করার জন্য উপযুক্ত সময় বাংলাদেশের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা রয়েছে। যেমন মেয়েদের ১৮ ছেলেদের ২১। কিন্তু ইসলামের নিয়মে কোনো মেয়ে বা ছেলে বালেগ হওয়ার পর যদি শারীরিক ভাবে ফিট হয় এবং মনে হয় এর বিয়ে দেয়া যায় তাহলে তারা বিয়ে দেয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম রয়েছে। এক এক দেশে এক এক রকম নিয়ম কানুন। আপনি যেখানে রয়েছেন সেখানের নিয়ম অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে। তা না হলে সেখানকার আইন অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সময় মত বিয়ে করে নেয়া উত্তম। 

বিয়ে করার উপযুক্ত পাত্র পাত্রী কেমন হবে

বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রের বয়স হতে হবে বাংলাদেশরে আইন অনুযায়ী ২১ আর মেয়ের ক্ষেত্রে ১৮। মেয়ের ক্ষেত্রে পরহেজগার দীনদার সংসারি নম্র ভদ্র স্বভাবের মেয়ে বিয়ে করা উত্তম।  আর ছেলেদের ক্ষেত্রে পরহেজগার নামাজী কর্মঠ মাদক গ্রহন করে না এমন অতি রাগী না এমন ধরনের ছেলে বিয়ে করা উত্তম।  আপনি যদি নিজে থেকেও পছন্দ করে বিয়ে করতে চান তাহলে এসকল গুন পাত্র বা পাত্রির মধ্যে আছে কি না তা যাচাই বাছাই করে জীবন সঙ্গী নির্ধারণ করুন। কারন বিয়ে কোনো ছেলে খেলা না। এটা সারাজীনের একটা বিষয়। এটাকে সিরিয়াস ভাবে নিয়ে আপনাকে এই পদক্ষেপ নিতে হবে।

বিয়ে করতে হলে কি কি জানা জরুরি 

বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।  এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করার আগে আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করা লাগবে। তা না হলে আপনি সারা জীবন পস্তাবেন। প্রথমত আপনি যাকে বিয়ে করবেন তার সমপর্কে সবরকম তথ্য আপনার জানা জরুরি।  তার এলাকা তার পরিবার তার বন্ধু বান্ধব তার অফিস কলিগ ইত্যাদি।  তার আগে কখনও বিয়ে হয়েছিলো কি না সে কোনো নেশা করে কি না তার কোনো বাজে অভ্যাস আছে কি না ইত্যাদি।

একটি বিয়ের মাধ্যমে দুটি মানুষ নয় দুটি পরিবার এক হয়। এজন্য এর মাঝে কোনো রকম পর্দা থাকা উচিৎ নয়৷ যদি কোনো কিছু লুকেচুরি থাকে তাহলে ভবিষ্যতে এর ফলাফল ভয়াবহ রুপ ধারন করে। এমন কি বিবাহ বিচ্ছেদের মত ঘটনাও ঘটে। এজন্য খারাপ কোনো কিছু হবার থেকে আগে ভাগেই সব জেনে বুঝে একটা সমপর্ক তৈরি করা ভালো। 

শেষ কথাঃ গুগল আমার বিয়ে কার সাথে হবে

শেষ কথায় এটা বলা যেতে পারে গুগল আমার বিয়ে কার সাথে হবে এ ধরনের প্রশ্ন গুগলে করা যুক্তিসঙ্গত নয়। এগুলো ভাগ্যের ব্যাপার। আপনার যার সাথে যেদিন বিয়ে লিখা আছে সেদিনি বিয়ে হবে। আর আপনার ভাগ্যে যদি বিয়ে না লেখা থাকে তাহলে আপনি অবিবাহিত থেকে যাবেন। এজন্য আল্লাহর উপর ভরসা রাখুন। দোয়া করুন। ইস্তেগফার ও আমল করুন। আল্লাহ আপনার দোয়া কবুল করলে ইন শা আল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে ভালো একজন জীবনসঙ্গীর সাথে। এজন্য আপনাকে গুগলে সার্চ করে জানার কোনো প্রয়োজন নেয়। 

গুগল মূলত একটা সার্চ ইন্জিন।  এটা আপনাকে ততটুকু তথ্য দিতে পারবে যতটুকু তার ইন্জিনে ইনপুট করা থাকে। এসকল আদ্ধাতিক বিষয় যা কারও পক্ষে বলা বা জানা সম্ভব না তা গুগল কিভাবে বলতে পারবে। আশা করি এ পোস্ট পরে আপনি বিস্তারিত বুঝতে পেরেছে। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা হকস ওয়াল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url