রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এ পোস্ট টি আপনার জন্য। আপনি আজকের পোস্ট পরে জানতে পারবেন  ২০২৬ সালের সম্ভাব্য সেহরি ও ইফতারের সময়সূচি।

আজকের পোস্ট পরে আপনি রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। আপনি কি আসন্ন রমজান মাসে সব গুল রোজার নিয়ত করেছেন? তাহলে আজকের এ পোস্ট আপনার জন্য খুবি উপকারী হবে আশা করি। 

পেজ সূচিপত্র ঃরাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ 

রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ আপনাদের নিকট চার্ট আকারে তুলে ধরা হলে এ পোস্টে সুন্দর ভাবে। যাতে করে আপনারা আগামী রমজান মাসে রোজাগুলো বা সাওমগুলো সুন্দর ভাবে পালন করতে পারেন।

রমজান মাস মূলত ইবাদতের মাস। এ মাসে রোজা বা সাওম অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর রোজা বা সাওম পালনের ক্ষেত্রে সেহরি ও ইফতারের সময়সূচি জানা অতি জরুরি। কারন প্রতিটি জেলার সময় ভিন্ন হয়ে থাকে। আপনি যেখানে থাকেন সে এলাকার সেহরি ও ইফতারের সময়সূচি যদি আপনার নিকট না থাকে তাহলে সমস্যা হয়ে যেতে পারে রোজা রাখতে আপনার।

এই সেহরি ও ইফতারের সময়সূচি আপনাকে সঠিকসময়ে সেহরি ও ইফতার করতে সাহায্য করবে। এবং একটা মাস আপনাকে সাওম বা রোজা পালনে সহায়তা করবে একটা এলার্ম এর মত করে। আপনার পবিত্র ইবাদত রোজা বা সাওম পালনে সেহরি ও ইফতারের সূচিপত্র টি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে আশা করি।


হিজরী তারিখ ও মাস ইংরেজি তারিখ ও মাস বার সেহরি ইফতার
১-রমজান, ১৪৪৭ ১৯-ফেব্রুয়ারি-২০২৬ বৃহস্পতি ৫:১৯ মি: ৬:০৪ মি:
২-রমজান, ১৪৪৭ ২০-ফেব্রুয়ারি-২০২৬ শুক্র ৫:১৯ মি: ৬:০৪ মি:
৩-রমজান, ১৪৪৭ ২১-ফেব্রুয়ারি-২০২৬ শনি ৫:১৮ মি: ৬:০৫ মি:
৪-রমজান, ১৪৪৭ ২২-ফেব্রুয়ারি-২০২৬ রবি ৫:১৭ মি: ৬:০৫ মি:
৫-রমজান, ১৪৪৭ ২৩-ফেব্রুয়ারি-২০২৬ সোম ৫:১৬ মি: ৬:০৬ মি:
৬-রমজান, ১৪৪৭ ২৪-ফেব্রুয়ারি-২০২৬ মঙ্গল ৫:১৬ মি: ৬:০৬ মি:
৭-রমজান, ১৪৪৭ ২৫-ফেব্রুয়ারি-২০২৬ বুধ ৫:১৫ মি: ৬:০৭ মি:
৮-রমজান, ১৪৪৭ ২৬-ফেব্রুয়ারি-২০২৬ বৃহস্পতি ৫:১৪ মি: ৬:০৭ মি:
৯-রমজান, ১৪৪৭ ২৭-ফেব্রুয়ারি-২০২৬ শুক্র ৫:১৩ মি: ৬:০৮ মি:
১০-রমজান, ১৪৪৭ ২৮-ফেব্রুয়ারি-২০২৬ শনি ৫:১৩ মি: ৬:০৮ মি:
১১-রমজান, ১৪৪৭ ১-মার্চ-২০২৬ রবি ৫:১২ মি: ৬:০৯ মি:
১২-রমজান, ১৪৪৭ ২-মার্চ-২০২৬ সোম ৫:১১ মি: ৬:০৯ মি:
১৩-রমজান, ১৪৪৭ ৩-মার্চ-২০২৬ মঙ্গল ৫:১০ মি: ৬:১০ মি:
১৪-রমজান, ১৪৪৭ ৪-মার্চ-২০২৬ বুধ ৫:০৯ মি: ৬:১০ মি:
১৫-রমজান, ১৪৪৭ ৫-মার্চ-২০২৬ বৃহস্পতি ৫:০৮ মি: ৬:১১ মি:
১৬-রমজান, ১৪৪৭ ৬-মার্চ-২০২৬ শুক্র ৫:০৭ মি: ৬:১১ মি:
১৭-রমজান, ১৪৪৭ ৭-মার্চ-২০২৬ শনি ৫:০৬ মি: ৬:১২ মি:
১৮-রমজান, ১৪৪৭ ৮-মার্চ-২০২৬ রবি ৫:০৫ মি: ৬:১২ মি:
১৯-রমজান, ১৪৪৭ ৯-মার্চ-২০২৬ সোম ৫:০৪ মি: ৬:১৩ মি:
২০-রমজান, ১৪৪৭ ১০-মার্চ-২০২৬ মঙ্গল ৫:০৪ মি: ৬:১৩ মি:
২১-রমজান, ১৪৪৭ ১১-মার্চ-২০২৬ বুধ ৫:০৩ মি: ৬:১৪ মি:
২২-রমজান, ১৪৪৭ ১২-মার্চ-২০২৬ বৃহস্পতি ৫:০২ মি: ৬:১৪ মি:
২৩-রমজান, ১৪৪৭ ১৩-মার্চ-২০২৬ শুক্র ৫:০১ মি: ৬:১৫ মি:
২৪-রমজান, ১৪৪৭ ১৪-মার্চ-২০২৬ শনি ৫:০০ মি: ৬:১৫ মি:
২৫-রমজান, ১৪৪৭ ১৫-মার্চ-২০২৬ রবি ৫:৫৯ মি: ৬:১৬ মি:
২৬-রমজান, ১৪৪৭ ১৬-মার্চ-২০২৬ সোম ৫:৫৮ মি: ৬:১৬ মি:
২৭-রমজান, ১৪৪৭ ১৭-মার্চ-২০২৬ মঙ্গল ৫:৫৭ মি: ৬:১৬ মি:
২৮-রমজান, ১৪৪৭ ১৮-মার্চ-২০২৬ বুধ ৫:৫৫ মি: ৬:১৭ মি:
২৯-রমজান, ১৪৪৭ ১৯-মার্চ-২০২৬ বৃহস্পতি ৫:৫৪ মি: ৬:১৭ মি:
৩০-রমজান, ১৪৪৭ ২০-মার্চ-২০২৬ শুক্র ৫:৫৩ মি: ৬:১৮ মি:

রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 

রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি রোজা রাখার জন্য অতি জরুরি একটি বিষয়। এটা প্রতিটি জেলার ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। প্রতিটি দেশের ক্ষেত্রেও এর ভিন্নতা রয়েছে। আপনি যে এলাকই থাকেন সে এলাকারই শুধু সূচিপত্র মেনে আপনাকে রোজা রাখতে হবে। আজকেট পোস্টে রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি আমরা আপনাকে দিয়ে দিয়েছি।

আজকে সেহরির শেষ সময়



আজকে ইফতারের শেষ সময়




রোজা শুরু কবে থেকে এ বছড় ২০২৬

হিজরি সাল মাস ও দিন সবি চাঁদ দেখার উপর নির্ভরশীল।  এজন্য একটা আনুমানিক তারিখ ধারণা করা হয় মাস অনুযায়ী।  তারপর চাঁদ দেখতে হয়,এবং চাঁদ উঠার পর থেকেই মাস গননা করা শুরু হয়। সেক্ষেত্রে ২০২৬ সালের রমজান মাস শুরু হবার কথা সম্ভবত ১৯ ফেব্রয়ারী ২০২৬ ইংরেজি তারিখ অনুযায়ী শুরু হবার কথা। এরপর চাঁদ দেখার পর রমজান মাস গননা করা হবে। এবং তারপরদিন থেকে রোজা শুরু হবে।

সেহরি ও ইফতারের দোয়া

সেহরির দোয়াঃ নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি

ইফতারের দোয়াঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা, ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন

সেহরি ও ইফতারের ফজিলত 

সেহরি ও ইফতার মুসলিম দের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘ ১১মাস অপেক্ষা করার পর মুসলিম রা একটি মাস পাই আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে। এ মাসের ইবাদত অন্যে যে কোনো মাসের থেকে উত্তম।

 রমজান মাসে আমরা রোজা বা সাওম পালন করে থাকি আল্লাহ সন্তুষ্টি অর্জন ও নিজেকে আত্মশুদ্ধি করার জন্য। এই সাওম বা রোজা পলনের মধ্যে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ দুটি অংশ। সেহরি দিয়ে আমরা রোজা শুরু করি আবার ইফতার দিয়ে আমরা রোজা খুলি বা ভাঙ্গি। এজন্য একজন মুসলিমের রোজা করার ক্ষেত্রে সেহরি ও ইফতাররে গুরুত্ব অপরিসীম। 

রোজার মাসে সেহরি ও ইফতারের নিয়ম

রোজার মাসে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা সঠিক নিয়ম মত না করলে রোজা রাখাটাই বৃথা হয়ে যাবে। সঠিক নিয়মে রোজা রাখতে হলে সেহরি ও ইফতারের সঠিক নিয়ম জানা অতি জরুরি।

সেহরির নিয়ম হলো সুবহা সাদেকের প্রথম অংশে উঠে ফজরের আজানের হবার আগ পর্যন্ত একটা সময় নির্ধারণ করা থাকে তার আগে উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখার নিয়তে সেহরি করতে হয়।

ইফতারের নিয়ম  হলো সূর্যাস্ত হবার পর সারাদিন কোনো আহার পানিয় না গ্রহন করে কোনো প্রকার খারাপ কাজ না করে নিজেকে পবিত্র রাখার মধ্যে দিয়ে মাগরিব এর আজান হবার পর হালাল খাবার গ্রহন করে ইফতার করতে হয়। 

রোজার মাসের আগাম প্রস্তুতি ২০২৬

রোজার মাস বা রমজান মাস বা আত্মশুদ্ধির মাস বা রহমতের মাস যাই বলি না কেনো,এ মাসের অনেক ফজিলত। এজন্য এ মাসের জন্য নিজেকে প্রস্তুত রাখাটা জরুরি। যেহুতু দীর্ঘ ১১মাস পর এই মাস আমরা পাই আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে,সেহুতু এই মাসের আগাম কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। 

আমরা আগাম প্রস্তুতি হিসেবে আগের মাসে কয়েকটি রোজা রাখতে পারি। নিজেকে সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি। যতটা সম্ভব সুদ ঘুস হারান খাবার গালিগালাজ অশ্লীলতা এসকল কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি। তাহলে আমরা রমজান মাসেও এই প্র্যাক্টিস এর কারনে সুন্দর মত রমজান মাস পালন করতে পারি।

শেষ কথাঃ রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

শেষ কথা হল রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে বেশি বেশি করে তাউবা ইস্তেগফার লরে নিজেকে পাপ মুক্তি করাটাই মুল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। আমরা সব গুল রোজা রাখার নিয়াত করব এবং এই রাজশাহীর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬  চার্ট অনুযায়ী রোজা রাখব ও সেহরি ও ইফতার করবো। পোস্ট টি ভাল লাগলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা হকস ওয়াল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url